“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণে জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ পালিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও মায়েদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে সভায় কন্যা শিশুদের স্বাস্থ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মেহেলিনা হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা,তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ। পরে স্কুল শিক্ষার্থীদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
একইদিনে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদ হলরুমে পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
দিবসটির উপলক্ষে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেন, ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সভাপতির বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন নারী এবং পুরুষ কর্ম ক্ষেত্রে কোনো বিবেদ নেই। সকলের সহযোগিতা পেলে নারীরা সমানভাবে কাজ করতে পারবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, অফিস সহকারি আলী আজম, নির্বাহী কর্মকর্তার অফিসের মোঃ মাসুদ, তথ্য আপা হালিমা বেগম। ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু জহিরুল ইসলাম। ওই সময় দু’জন নারী তাদের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।
স্টাফ করেসপন্ডেট,৩০ সেপ্টেম্বর ২০২০