ত্বকের সঙ্গে চুলের যত্ন নেওয়া অনেক জরুরি। চুলের যত্নে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনিং করাটা অনেক জরুরি। চুল ঝলমলে ও মোলায়েম করতে বাজারে অনেক ধরণের কন্ডিশনার,স্প্রে,জেল কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কন্ডিশনার। চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কন্ডিশনার বানানোর পদ্ধতি।
১) নারকেল তেল দিয়ে তৈরি কন্ডিশনার: নারকেল তেল পাকা চুলকে কালো করতে সাহায্য করে। একটি বাটিতে ৩ থেকে ৪ চা চামচ নারকেল তেল দিন। তার সঙ্গে ২ চা চামচ মধু মেশান। এবার মিশ্রণটিকে হালকা গরম করুন। এরপরে চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চাইলে পরদিন শ্যাম্পু করতে পারেন।
২) ডিমের কন্ডিশনার: ডিম চুলের জন্য খুবই কার্যকরী। ডিমে থাকা ভিটামিন চুলকে শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। ডিমের সঙ্গে দই ও মেয়োনিজ মিশিয়ে প্যাক বানান। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত প্যাক লাগাবেন। একটি শাওয়ার ক্যাপ পরে নিন প্যাক দেওয়ার পরে। ৪০ মিনিট রেখে তা হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এতে চুল মোলায়েম হয়।
৩) দারচিনি দিয়ে তৈরি কন্ডিশনার: ২চা চামচ দারুচিনির গুঁড়ো, ২চা চামচ মধু, ২টি ডিম, ৪চা চামচ দুধ, মেয়োনিজ একটি পাত্রে মেশান এবং তারপরে গরম করে নিন। সেই গরম প্যাকটি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। মিশ্রণটি কন্ডিশনিংও করবে এবং চুলের হারানো জেল্লা ফিরিয়ে আনতেও সাহায্য করবে। এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করুন।
বার্তাকক্ষ, ১৬ আগস্ট, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur