প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে মতিহার থানায় এ জিডি করা হয়।
নগরীর মতিহার থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল জানান, রোববার মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন হাসান আজিজুল হক।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে হাসান আজিজুল হককে তার ব্যক্তিগত মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।
ওসি হুমায়ুন কবির বলেন, কিছুক্ষণ আগে জিডি করা হয়েছে। আমরা জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। স্যারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এদিকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
সোমবার সকালে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে অপরাধীদের শনাক্ত করে বিচার এবং হাসান আজিজুল হকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এভাবে একের পর এক বিশিষ্ট ব্যক্তিকে মৃত্যু হুমকি দেওয়া মোটেই কোনো স্বাভাবিক ও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং তা দেশের ও সমাজের জন্য অশনিসংকেত। দলমত নির্বিশেষে সবাইকে এ কালো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে রাবি শাখা ছাত্র ইউনিয়ন।
বেলা ১২টার দিকে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। প্রখ্যাত এই কথাসাহিত্যিক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা করেছেন। ১৯৯৯ সালে তিনি ‘একুশে পদক’ পান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয় কোম্পানি হাউজিং সোসাইটিতে (বিহাস) বসবাস করছেন।
নিউজ ডেস্ক ||আপডেট: ০৬ে:৪০ পিএম, ১৬ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur