Home / বিনোদন / শনিবার চাঁদপুর আসছেন কণ্ঠশিল্পী তামান্না হক
কণ্ঠশিল্পী

শনিবার চাঁদপুর আসছেন কণ্ঠশিল্পী তামান্না হক

জনপ্রিয় প্লেব্যাক ও ফোক সিঙ্গার তামান্না হক শনিবার (১০ জানুয়ারি) চাঁদপুরে আসছেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ফ্যামিলি ডে, পিঠা উৎসব, আইন পেশায় ৩৫ ঊর্ধ্ব আইনজীবী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন।

জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে তামান্না হকের পরিবেশনায় জনপ্রিয় গানগুলো উপভোগ করবেন উপস্থিত অতিথি ও আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে তামান্না হক বলেন, “চাঁদপুরে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। চাঁদপুরের শ্রোতাদের সঙ্গে আমার আলাদা একটা আত্মিক সম্পর্ক রয়েছে। এখানে গান গাওয়ার প্রতিটি মুহূর্তই আমার কাছে বিশেষ। জেলা আইনজীবী সমিতির ফ্যামিলি ডে ও পিঠা উৎসবের মতো একটি পারিবারিক ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আশা করছি, উপস্থিত দর্শক-শ্রোতাদের জন্য আমার জনপ্রিয় ও প্রিয় গানগুলো দিয়ে একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা থাকবে।” আইনজীবী সমিতির এমন পারিবারিক ও সাংস্কৃতিক আয়োজন সত্যিই প্রশংসনীয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন (মেহেদী হাসান)- জানান, আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পিঠা উৎসব, শিশু-কিশোরদের বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর আগমনকে ঘিরে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়েছে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৮ জানুয়ারি ২০২৬