চাঁদপুর

আজ চাঁদপুর আসছেন কণ্ঠশিল্পী এস ডি রুবেল

আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে  চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে এস ডি রুবেলের একক সংগীত সন্ধ্যায় তিনি গাইবেন লাল বেনারশী জড়িয়ে তুমি যে, অনেক বেদনা ভরা আমার এ জীবন, রূপ কারিগর বানাইয়াছে তোমার সুন্দর মুখ সহ তার কণ্ঠে গাওয়া শ্রোতাপ্রিয় গানগুলো।

কণ্ঠশিল্পী এসডি রুবেল বলেন, বহুবছর পর আজ ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আমন্ত্রণে অভিষেক অনুষ্ঠানে চাঁদপুর যাচ্ছি ভাবতে ভালোই লাগছে। কারন নিজ শহরের মানুষের ভালোবাসায় তাদের আমন্ত্রনে তাদেরকে বিনোদন দিতে যাচ্ছি। আমি চেষ্টা করবো দর্শকদের ভালো লাগান আমার জনপ্রিয় গান গুলো গাইতে। আমি যেনো সুস্থ শরীরে ভালো ভালোই নিজ এলাকার বিনোদন দিতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটি-২০২০

এদিন চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিরো অব বিল গেটস-২০২০ প্রফেসর সমীর কে সাহা, পিএইচডি ও এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি)।

এছাড়াও চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী। সন্ধ্যায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন চাঁদপুরের কৃতী সন্তান দেশখ্যাত কণ্ঠশিল্পী এসডি রুবেল। দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৭ ফেব্রুয়ারি ২০২০

Share