জাতীয়

কঠিন সময়ে ‘ভারতের পাশেই আছি’ মোদিকে প্রধানমন্ত্রী

কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনাক্যাম্পে হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে এই কঠিন সময়েও ভারতের পাশে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক বার্তায় এ কথা জানান শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনাক্যাম্পে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত ও বহু আহত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত।

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে প্রিয়জন হারানো পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করছি।
সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স ‍অবস্থান পুনরুল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাস ও উগ্রবাদের তীব্র নিন্দা জানায়।

ভারতের পাশে থাকার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে। ঘনিষ্ট বন্ধু ও নিকটতম প্রতিবেশী হিসেবে আমরা সীমান্ত সন্ত্রাসবাদ নির্মূলে একসঙ্গে কাজ করে যাবো। (বাংলানিউজ)

Share