কচুয়া উপজেলার বক্সগঞ্জ গ্রামে নূরানীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বক্সগঞ্জ গ্রামে এ মাদরাসা ও এতিমখানা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন শাজুলিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ আবুল হাসান মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী।
বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও মাদ্রাসার অন্যতম উদ্যোক্তা আলহাজ¦ মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেঘদাইর তাহেরিয়া ডিগ্রি মাদ্রারাসার অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মুফতি মাছুম বিল্লাহ বেলালী,বক্সগঞ্জ নূরানীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার যুগ্ন আহ্বায়ক হযরত মাওলানা জাকির হোসেন প্রমুখ।
এসময় সমাজসেবক গোলাপ শাহ,ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা,সাবেক ইউপি সদস্য মোস্তফা হোসেন,মোখলেছুর রহমান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur