কচুয়া-সিংআড্ডা বাজার সিএনজি ড্রাইভার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত কচুয়া সাব-রেজিষ্ট্রি কার্যালয়ে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিক নেতাদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে ১শ’ ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে মোঃ আবুল হোসেন বাদল ৯৫ ভোট পেয়ে সভাপতি ও মোঃ জহিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল বারেক, মুজাম্মেল হক টিটু ও জামাল হোসেন সুমন।
নির্বাচন চলাকালিন সার্বিক খোঁজ খবর নেন কচুয়া পৌর প্যানেল মেয়র মোঃ কামাল হোসেন অন্তর, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমুল হক মিঠু, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রধান, কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আহসান হাবিব প্রধান, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাদেক উল্যাহ মুন্সি, সদস্য হেলাল উদ্দিন প্রধান প্রমুখ।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৪৩ পিএম, ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur