ভারতের উপ-মহাদেশের অন্যতম কচুয়ার সাচারের বৃহত্তম রথ উৎসব ১৫৩ বছরের ঐতিহ্যবাহী সাচার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের উদ্বোধন আগামী ২ ফ্রে মন্দিরের পূন:প্রতিষ্ঠা উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে এ মন্দিরের কাজ প্রায় শেষের দিকে রয়েছে।
সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ও সিনিয়র সহ-সভাপতি ও নতুন মন্দির নির্মানের অন্যতম উদ্যোক্তা নিখিল দাস বলেন, ঐতিহ্যবাহী সাচারের জগন্নাথ ধাম মন্দিরটি দেশব্যাপী পরিচিতি রয়েছে। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন সময় এসে হিন্দু ধর্মীয় কাজ করে থাকেন। এটি উদ্বোধনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মাঝে আরো বেশি সেতুবন্ধন সৃষ্টি হবে।
মন্দির কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী প্রদীপ কুমার গোপ, যুগ্ন সম্পাদক রিপন সাহা ও সাবেক সভাপতি দুলাল পোদ্দার বলেন, মন্দির উদ্বোধনকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে প্রানের উৎসব চলছে।
স্থানীয়রা জানান, মন্দিরের চলমান কাজ প্রয়াত সভাপতি বাবু তিমির সেন গুপ্তের হাত ধরে শুরু হয়। বর্তমানে ওই কাজ সফল ভাবে সমাপ্ত হওয়ায় হিন্দু সম্প্রদায়ের লোকজন খুবই আনন্দিত।
উল্লেখ্য যে, সাচার বাজারের জমিদার বাড়ির প্রানকেন্দ্রে অবস্থিত ২০ শতাংশ ভূমির উপর প্রায় ২ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক পূন: মন্দির নির্মিত হচ্ছে। ২০১৮ সালে পূন: মন্দির স্থাপন কাজের উদ্বোধন করেন যশোর বেনাপোল স্থল বন্দরের পরিচালক বাবু নিতাই চন্দ্র সেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ জানুয়ারি ২০২২