কচুয়া সহদেবপুর নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

ইউপি সদস্য মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. বিল্লাল হোসেন পাটওয়ারী,হাজী আব্দুল কাদের,মফিজুল ইসলাম,সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,সাবেক সাধারন সম্পাদক মামুনুর রহমান ভূঁইয়া,ইউপি সদস্য মোখলেছুর রহমান,মনির হোসেন। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা গোলাম গাউছ আল কাদেরী ।

এসময় ইউপি সচিব রফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আজাদ,যুগ্ন আহ্বায়ক রাসেল আহমেদ ইমনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৮ ফেব্রুয়ারি ২০২২

Share