কচুয়া মেয়র পদে ২, কাউন্সিলর পদে ৭ প্রার্থীতা বাতিল

তথ্য গড়মিল, গোপন, আয়-ব্যায় গড়মিল, ভোটার নম্বর ভুলসহ বিভিন্ন কারণে চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে রোববার বিকালে মেয়র পদে ২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন।

মেয়র পদে বাতিল হওয়া ২ প্রার্থী হচ্ছেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আহসান হাবীব প্রানজল ও উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য এম এম সফিকুল ইসলাম রুবেল। বাতিল হওয়া সাধারণ কাউন্সিলররা হচ্ছেন ১নং ওয়ার্ডের জহির আলম। ৩ নং ওয়ার্ডে আবদুল্লাহ আল মামুন ও কামাল হোসেন গাজী। ৪ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম মোল্লা। ৬ নং ওয়ার্ডে এরশাদ প্রধান ও কামাল হোসেন। ৯ নং ওয়ার্ডে মোঃ আমিনুল হক।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৪:০০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ

Share