কচুয়া

কচুয়া মুক্ত দিবসে আলোচনা সভা

চাঁদপুরের কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে কোর্ট বিল্ডিংস্থ মক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী আবদুল মবিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন।বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্ব মো. জাবের মিয়া, উপজেলা আওয়ামীলীগের-সহ সভাপতি মুক্তিযোদ্ধা সহিদ দর্জি, সহকারি কমান্ড সফিকুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, আবু তাহের আবিদ মজুমদার প্রমুখ।

বক্তরা বলেন- অসম্প্রদায়িক, জঙ্গীবাদ-সন্ত্রাস মুক্ত ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠাই ছিল মুক্তিযুদ্ধের মুল চেতনা। এ মুল চেতনার বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই দিনে অঙ্গীকার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলেই মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে।

প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু

Share