কচুয়া বিতারা উপ-নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে প্রচারণা

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত ইউপি উপ-নির্বাচনে নারী সদস্য পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে বিরামহীন প্রচার-প্রচারণা ও গনসংযোগ করছেন রোকসানা আক্তার।

৬ জুন সোমবার দিনভর তিনি ওই ওয়ার্ডের তেগুরিয়া,চাংপুর,যুগিচাপড়,খলাগাঁও ও বিতারা গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন আগামী ১৫জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এদিকে স্থানীয়রা মনে করছেন ১৫ই জুন অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে অন্য প্রার্থীদের চেয়ে হেলিকপ্টার প্রতীকে রোকসানা আক্তার প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন।

এসময় সমাজসেবক আব্দুর রাজ্জাক,আলী আশ্বাদ প্রধান,রবিউল ইসলাম,শামীম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ জুন ২০২২

Share