কচুয়া বিতারা ইউপির সংরক্ষিত নারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৬জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

২৭ মে শুক্রবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক পৃথক ভাবে প্রার্থীদের মাঝে এসব প্রতীক তুলে দেন।

প্রতীক পেলেন যারা- খুশিয়া বেগম (বই), মিনোয়ারা বেগম(তালগাছ) রোকসানা আক্তার(হেলিকপ্টার), শিল্পী আক্তার (বক), লিপি আক্তার (মাইক) ও সাহিদা বেগম (কলম)।

আগামি ১৫ জুন বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতীক পেয়ে প্রার্থীরা স্বস্ব এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। ৩টি ওয়ার্ডে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হচ্ছে, বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাইছারা উচ্চ বিদ্যালয়,বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১,বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-২,খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৪শ ৫৬জন। তন্মধ্যে পুরুষ ৫ হাজার ৯শ ৬২জন ও মহিলা ৫ হাজার ৪শ ৯৪জন।

প্রতিবেদক: জিসান আমেদ নান্নু,২৭ মে ২০২২

Share