চাঁদপুরের কচুয়া উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতি লিঃ (বিআরডিবির) নির্বাচন আগামি ১৯ জুন (রবিবার) অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন উপলক্ষে গত ১৪ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আবিদ মিয়া ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনিছুর রহমান চৌধুরী। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২১৫ জন।
৬ জুন সভাপতি পদে ২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। সহসভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
এছাড়া পরিচালক পদে মো. আনছর আলী, খোকন মন্ডল, মো. সফিউল্লাহ, মোঃ বাচ্চু মিয়া, এনামুল হক মিন্টু ও ইদ্রিস পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি (চেয়ারম্যান) পদে বর্তমান সভাপতি ইসমাইল মিয়া, চেয়ার প্রতীক নিয়ে ও বর্তমান সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাবের মিয়া (মোরগ) প্রতীক নিয়ে জোড় লড়াইয়ে মেনেছেন। দুই জনেই জয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে দিন রাত প্রচার প্রচারণা করছেন।
সব মিলিয়ে আগামি ১৯ মে বিআরডিবির নির্বাচনে কে হচ্ছেন পরবর্তী কচুয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ ইসমাইল মিয়া ডিলার নাকি মোঃ জাবের মিয়া এদিকে তাকিয়ে আছে পুরো উপজেলাবাসী।
: আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ এএম, ১২ জুন ২০১৬, শনিবার
ডিএইচ