কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন

‎Wednesday, ‎01 ‎July, ‎2015   10:42:35 PM

জিসান আহমেদ নান্নু, কচুয়া:

কচুয়া পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত কচুয়া উপজেলার বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও আলোচনা সভা বুধবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদাৎ হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ জাহান শিশির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের উপাধক্ষ মোঃ সোলাইমান মিয়া, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার শিকদার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফা জামান ও খলিলুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ডলি চৌধুরানী, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিবুল হাসান, সাবেক সভাপতি আলমগীর তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রায়হান কবির মান্না, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রবিন প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

 

Share