জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপন ও প্রেসক্লাবের চলমান নতুন ভবনের কাজ এগিয়ে নেয়ার লক্ষ্যে কচুয়া প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, প্রতিষ্ঠাকালিন সদস্য মো. সফিকুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন,
কাউছার আহমেদ, সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মো. আমির হোসেন, মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক সুজন পোদ্দার, দপ্তর সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক শান্তু ধর, প্রচার সম্পাদক মো. মহসিন হোসাইন, সদস্য কবি আলী আক্কাস তালুকদার, বিল্লাল মাসুম, ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ
সভা শেষে কচুয়ায় কর্মরত মূলধারার সাংবাদিকদের নিয়ে গঠিত কচুয়া প্রেসক্লাবের সাংদিকদের মাঝে তাঁদের সম্মানে সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু’র আন্তরিকতায় প্রেসক্লাবের লগো সম্বলিত ব্যাচ বিতরণ করা হয়।
এদিকে কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সফিকুল ইসলাম স্বপন পাঠানের মা মাফিয়া খাতুনের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মাফিয়া খাতুন বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ীতে বাধর্ক্য জনিত রোগে আক্রান্ত হয়ে মুত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৮৫ বছর। শুক্রবার সকালে জানাজা শেষে মরহুমার লাশ উপজেলার মাসনখোলা-তেগুরিয়া গ্রামের পারিবারিক করস্থানে দাফন করা হবে।
করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur