কচুয়া

কচুয়া পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা

মেয়র পদে ১, কাউন্সিলর পদে ৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জনের মনোনয়নপত্র জমা

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কচুয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় মেয়র পদে ১জন, কাউন্সিলর পদে ৭জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দিনভর উৎসবমুখর পরিবেশে কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের কার্যালয়ে প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন মেয়র পদে উপজেলা বিএনপির আহবায়ক ও বর্তমান মেয়ন মোঃ হুমায়ুন কবির প্রধান।

কাউন্সিলর পদে জমাদানকারীরা হচ্ছেন, ৫নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত শাহজালাল, ৬নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত মোঃ আলী হোসেন ও ইব্রাহীম, ৮নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর মোঃ কালু মিয়া, ৯নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর নাজমুল হক আক্তার ও আওয়ামী সমর্থিত একক প্রার্থী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল খায়ের রুমি।

এছাড়া আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল আলম স্বপন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

নিউজ ডেস্ক || আপডেট: ০৯:০০ পিএম,০২ ডিসেম্বর ২০১৫, বুধবার

এমআরআর  

Share