চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০১৬-১৭ অর্থ বছরের প্রাস্তাবিত বাজেট বুধবার (২৯ জুন) বিকেলে পৌরসভা হলরুমে পেশ করা হয়।
নবনির্বাচিত মেয়র মো. নাজমুল আলম স্বপন ১৫ কোটি ১২ লাখ ১৫ হাজার ৬ শ ৬১ টাকার বাজেট পেশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
বক্তব্য রাখেন, পৌর সচিব ফখরুল ইসলাম, প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন প্রমুখ।
বাজেটে ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয় ৩ কোটি ৬৮ লক্ষ ৮৭ হাজার ৬শ ৬৭টি টাকা।
রাজস্ব ব্যয় ৩ কোটি ৫২ লক্ষ ২০ হাজার ৯শ ৯৭ টাকা, রাজস্ব উদ্ধৃত ১৬ লাখ ৬৬ হাজার ৬শ ৭০ টাকা।
উন্নয়ন আয় ১১ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৯শ ৮৪, ব্যয় ১১ কোটি ১৫ লাখ টাকা। উন্নয়ন উদ্বৃত ২৮ লাখ ২৭ হাজার ৯শ ৮৪ টাকা ধরা হয়েছে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, স্টাফ করেসপন্ডেন্ট (কচুয়া)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur