কচুয়া পালাখাল বাজারের ব্যবসায়ী সমিতি নির্বাচন

১৪ বছর ধরে এক কমিটি দিয়ে চলছে কচুয়া উপজেলার পালাখাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি। ফলে ব্যবসায়ীদের ভাগ্যের পরিবর্তন ও তেমন উন্নয়ন হয়নি বলে তৃনমূল ব্যবসায়ীরা জানান। তাদের দাবি পূর্বের কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী টিম গঠন করার।

জানা গেছে, পালাখাল বাজারের সব মিলিয়ে প্রায় ৩৫০ জন ব্যবসায়ী রয়েছেন। বিগত সময়ে সভাপতি হিসেবে মো. খলিলুর রহমান ও সাধারন সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন দায়িত্বে রয়েেেছন। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে ৬জন ও সাধারন সম্পাদক পদে ২জন প্রার্থীর নাম গুঞ্জন চলছে।

সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, মো. হোসেনুজ্জামান পাটওয়ারী মিন্টু,শহীদ মিয়া,তাজুল ইসলাম মিয়াজী,আবু ইউসুফ,তাজুল ইসলাম পাটওয়ারী। সাধারন সম্পাদক পদে মো. বিল্লাল হোসেন তাসিন ও সোলেমান পাটওয়ারী। তৃনমূলের ব্যবসায়ীরা জানান, বাজারের চুরি,ছিনতাই রোধ ও ক্রেতাদের বাজার মুখী করতে নতুন নির্বাচনের বিকল্প নেই। এ নির্বাচনে সভাপতি পদে হোসেনুজ্জামান পাটওয়ারী মিন্টু ও সম্পাদক পদে বিল্লাল হোসেন প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন বলে ব্যবসায়ীরা জানান।

ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয় বলেন, বাজারের ব্যবসায়ীদের সার্বিক সুবিধার্থে ব্যবসায়ীদের সাথে আলাপ-আলোচনা করে অচিরেই নতুন কমিটি গঠন করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ এপ্রিল ২০২২

Share