সারাদেশে এক কোটি গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি প্রদানের লক্ষে চাঁদপুরের কচুয়ায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। সোমবার পালাখাল মডেল ইউনিয়নে প্রায় ৮শতাধিক জনসাধারনের মাঝে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হয়। এসময় ইউনিয়ন স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম,পরিবার কল্যাণ সহকারী অর্চনা রানী দাস ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক ঝর্না রানী চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৮ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur