বাংলা শুভ নববর্ষ উপলক্ষে বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দোয়াটি বৃন্দাবন ঠাকুর বাড়ি সংলগ্ন মাঠে বিবাহিত ও অবিবাহিত খেলোয়ারদের মাঝে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দোয়াটি বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য পরিমল সরকার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন পাটওয়ারী,সাধারন সম্পাদক প্রাণকৃষ্ণ বিশ^াস,সাবেক সাধারন সম্পাদক বাবু সুভাষ চক্রবর্তী,দোয়াটি সপ্রাবির প্রধান শিক্ষক জীবন কানাই সরকার,মেঘদাইর সপ্রাবির প্রধান শিক্ষক সুনীল বাইন,সমাজসেবক প্রদীপ চন্দ্র দাস, প্রণয় চক্রবর্তী প্রমুখ। পরে বিজয়ী খেলোয়ারদের মাঝে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur