কচুয়া সাচারে পুরোহিতের বাড়িতে দুর্ধর্ষ চুরি

কচুয়া উপজেলার সাচার ঠাকুর বাড়িতে এক হিন্দু পুরোহিতের গৃহে দুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে ওই গ্রামের মৃত. বিশ^নাথ গোস্বামীর ছেলে গৌতম গোস্বামীর গৃহে এ চুরির ঘটনা ঘটে।

এসময় অজ্ঞাত চোরের দল তার বিল্ডিং এর কলাপসিক্যাবেল গেইট কৌশলে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারীতে থাকা নগদ ৩৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি মূল্যবান স্বর্ন ও রূপা ১৮ ভরি নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ গৃহ মালিক গৌতম গোস্বামী জানান। তিনি জানান, অজ্ঞাত চোরের দল রাতের কোনো এক সময় তার গৃহে প্রবেশ করে কৌশলে মালামাল নিয়ে পালিয়ে যায়।

সকালে ঘুম থেকে উঠে চুরির এ দৃশ্য দেখতে পেয়ে এলাকাবাসী ও প্রশাসনকে জানাই। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে সাচার ঠাকুর বাড়িতে চুরির এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায় লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে। স্থানীয়রা চোর চক্রদের খুজেঁ বের করে ঘটনার উদঘাটন ও শাস্তির দাবি জানান।

খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার স্থানীয় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ জুন ২০২২

Share