‘থানায় যেতে নাহি মানা, আজ থেকে সর্ব সাধারণের জন্য থানা খোলা’ এ স্লোগানে কচুয়া থানা পুলিশের আয়োজনে কচুয়া থানা প্রাঙ্গনে মাসিক ওপেন হাউজ ডে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএমএস ইকবালের সভাপতিত্বে ও ওসি তদন্ত মোঃ সামছুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সার্কেল (এএসপি) মোঃ মনজিল হোসেন।
বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মুন্সি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রানধন দেব, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কচুয়া শাখার সভাপতি খোরশেদ আলম খোকন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, সাংবাদিক রাকিবুল হাসান ও ব্যবসায়ী জাকির হোসেন বাটা প্রমুখ।
জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩৩ এএম, ১২ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur