চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক ঢাকা সড়কের বাঁচাইয়া এলাকায় ব্রিজ ভেঙ্গে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে ব্রিজটি ভেঙ্গে যে কোন সময় দূর্ঘটনা ও যানবাহন চলাচল বন্ধের আশংকা করছে এলাকাবাসী।
সরেজমিনে শনিবার এলাকাবাসী জানায়, গত কয়েকদিন যাবৎ এই ব্রিজটি ভেঙ্গে (ফুটো) যায়। এতে করে যে কোন সময় প্রাণহানি সহ বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
এদিকে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের আওতায় কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক ঢাকা সড়কের বাঁচাইয়া এলাকায় ভেঙ্গে যাওয়া ব্রিজ দ্রæত সংস্কারের দাবী করেছে চালক ও এলাকাবাসী।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur