কচুয়া চাংপুর সপ্রাবিতে আতিকা আহমেদ প্রথম স্থান নির্বাচিত

কচুয়া উপজেলার ১০৯নং চাংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেবিনেট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে তিনটি পদের বিপরীতে মোট ১২জন প্রার্থী তুমুল প্রতিদন্ধিতা করে। নির্বাচনে ৬০জন ভোটারের মধ্যে ৪৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী আতিকা আহমেদ রামিসা ১ম স্থান নির্বাচিত হয়। এছাড়া ৩য় শ্রেনীতে আফরোজা আক্তার ও ৫ম শ্রেনীতে রায়হান শিক্ষার্থী নির্বাচিত হয়। মেধাবী ছাত্রী আতিকা আহমেদ রামিছা সাংবাদিক জিসান আহমেদ নান্নুর কনিষ্ঠ কন্যা।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী রানী রায়,সহকারী শিক্ষক উম্মে কুলছুম,নাছরিন আক্তার,মারুফা আক্তার ও ফেরদৌসী আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি

Share