কচুয়া থেকে প্রকাশিত পাক্ষিক কচুয়া কন্ঠ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার রাতে কচুয়া পৌরসভাধীন জমজম টাওয়ারের ৮ম তলায় কচুয়া কণ্ঠ ফাউন্ডেশন মিলনায়তনে পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনার সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিঠুর সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন।
পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিব উল্লাহ হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, রাবিকুল হাসান, কচুয়া বার্তার সম্পাদক সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, কচুয়া কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক ওমর ফারুক সাইম, উপদেষ্টা তরিকুল ইসলাম, কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলার শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমূখ। আলোচনা সভা শেষে পত্রিকাটির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অনান্য অতিথিবৃন্দ। পরে সাংবাদিক ও সুধীজনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।এসময় কচুয়া প্রেসক্লবের সাংবাদিক বৃন্দ, সুধীজন ও কচুয়া কন্ঠ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur