মহান বিজয়ের মাসে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের ব্যতিক্রমধর্মী উদ্যোগে কচুয়ায় ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
সাধারণ মানুষের চোখ যখন পৌর নির্বাচনী প্রচারণার দিকে ঠিক এমনি এক মুহূর্তে সবাইকে তাক লাগিয়ে সোমবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের লোকজন।
উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ কর্মচারীদেরকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতার ধারা অব্যাহত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং হাসাপাতালের অলিগলি ঘুরে দেখেন, একই সাথে বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সার্বিক খোঁজ খবর নেন।
এসময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতাল বেডের বিছানার চাদর, বালিশের কভার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্যে ঝাড়–, টয়লেটে ব্যবহারের জন্য জুতা, ব্রাশ, হারপিক, বালতি, ঝুড়ি, ফিনিশ, ব্লিচিং পাউডার, বদনা, ময়লার ড্রাম, পাপোশ, ডেলিভারি পাইপ, পরিষ্কারক ভিক্সল, ফ্লোর ব্রাশ ও ভেলচা প্লাস্টিক ইত্যাদি উপকরণ সরবরাহ করেন।
এসময় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ দর্জি, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আঃ মান্নান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আঃ মান্নান, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার ও নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া : উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের নেতৃত্বে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। পাশে হাসপাতালে রোগীর খোঁজ খবর নিচ্ছেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
| আপডেট: ০৮:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর