ইঞ্জি. মোতাহার হোসেন দুলাল সভাপতি, আলী হোসেন সম্পাদক ও জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক
চাঁদপুার জেলার কচুয়া উপজেলাধীন ক্যাবল নেটওয়ার্ক সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে কচুয়া পৌর ডাক বাঙলোর সভা কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী ইঞ্জি. মোঃ মোতাহার হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ডিশ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মানিক খান, জহিরুল ইসলাম, ফরহাদ চৌধুরী, শাহ আলম প্রমুখ।
সভা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি ইঞ্জি. মোতাহার হোসেন প্রধান দুলাল, সহ-সভাপতি মোঃ মানিক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন ও জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
||আপডেট: ০৯:০১ পিএম, ১৬ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur