চাঁদপুরের কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত কচুয়া বাজারস্থ জনতা সুপার মার্কেটের তৃতীয় তলায় এসোসিয়শনের কার্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে ৯৫জন ভোটারের মধ্যে ৯২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়শন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক ও সহকারী প্রিজাইডিং দায়িত্ব পালন করেন সাধারন সম্পাদক সবুজ ভদ্র এবং নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মিয়াজী।
৪টি পদের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এতে সভাপতি পদে মানিক ভৌমিক ভোট পেয়েছেন ৬৭টি এবং সাধারন সম্পাদক পদে আমির হোসেন মজুমদার পেয়েছেন ৭২ ভোটে নির্বাচিত হন। অপর দিকে শিক্ষা সচিব পদে আলমগীর হোসেন পেয়েছেন ৬২ ভোট অর্থ সম্পাদক পদে ফখরুদ্দিন পেয়েছেন ৫৬ ভোট।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur