একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (০২ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুর রহমান খান নির্বাচনী সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে মোহাম্মদ মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
পরে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কচুয়া বিএনপি’র মনোনীত প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সহযোগিতায় দলীয় ভাবে মনোনয়ন পেয়েছি। আশাকরি চূড়ান্ত মনোনয়নও পাবো। চূড়ান্ত ভাবে মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে দলকে এ আসনটি উপহার দিবো। তিনি সকল ভেদাভেদ ভুলে কচুয়ার আগামীর উন্নয়নে এক ও অভিন্ন হয়ে সকল নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক বিজয় করতে আহবান জানান।’
এসময় কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
০২ ডিসেম্বর,২০১৮