চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এম আখতার হোসাইন নৌকা ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করছেন।
মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের নাহারা, তেতৈয়া,বরুচর, খিড্ডা গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন তিনি। এসময় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা নৌকার সমর্থনে ব্যাপক গনজোয়ার দেখা দেয়। স্থানীয়রা মনে করছেন নৌকার প্রার্থী এম. আখতার হোসাইন নির্বাচিত হলে এলাকার উন্নয়েেন তাঁর অবদান থাকবে। তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী নৌকায় ভোট দিতে চায়।
নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম আখতার হোসাইন বলেন, প্রতীক পাওয়ার পর থেকে পুরো ইউনিয়ন ব্যাপী নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচার-প্রচারনা কালে সাধারন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কোনো ধরনের বিশৃঙ্খলা না হলে সাধারণ মানুষ ভোট দিতে পারলে আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারন মানুষের কল্যাণে কাজ করব। বিশেষ করে জনতার চেয়ারম্যান হতে চাই। জনগন যাতে প্রতিদিন সেবা পায় সেজন্য জনসাধারনের জন্য ইউনিয়ন পরিষদ উন্মুক্ত রাখব।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur