কচুয়ায় মাদক মামলায় ওয়ারেন্ট ও ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী মো. ছালামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ানগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে কচুয়া থানার এএসআই রামু চন্দ্র রায় তাকে আটক করে। আটককৃত মো. ছালাম হোসেন উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত. ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সে দীর্ঘদিন রূপগঞ্জ এলাকায় বাসা ভাড়া নিয়ে এলাকা থেকে পলাতক রয়েছে বলেও জানান পুলিশ।
বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত আসামী মো. ছালামকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৯ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur