Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পদোন্নতিপ্রাপ্ত ৫৭ প্রধান শিক্ষকের হাতে নিয়োগ পত্র প্রদান
57-teacher

কচুয়ায় পদোন্নতিপ্রাপ্ত ৫৭ প্রধান শিক্ষকের হাতে নিয়োগ পত্র প্রদান

চাঁদপুরের কচুয়া উপজেলায় পদোন্নতিপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ৫৭ জন সহকারী সিনিয়র শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্র তুলে দেয়া হয়েছে। রোববার (২২ জুলাই) বিকেলে কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মনসুর তার কার্যালয়ে নিয়োগপত্র (অনুমতি পত্র) প্রদান করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহাব উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাদেরর পদোন্নতির তথ্য জানাগেছে

এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনির হোসেন, মোঃ আনিসুর রহমানসহ শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষক পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ পত্র প্রদানের প্রেক্ষিতে নতুন কর্মস্থলে আজ সোমবার স্ব স্ব নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যোগদান করবেন।

জানাগেছে, উপজেলার ১শ ৭১টি বিদ্যালয়ের মধ্যে ৭১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন শূণ্য থাকার পর অবশেষে প্রজ্ঞাপনের মাধ্যমে ৫৭জন শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদন্নোতি দেয়া হয়।

প্রধান শিক্ষক পদে শিক্ষকরা হচ্ছেন, মোঃ কামাল হোসেন ধামালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মনিরুল আলম স্বপন এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজ্জল কৃষ্ণ মজুমদার বাসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,

মোঃ মফিজুল ইসলাম কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ কবীর হোসেন নিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ নুরুল কবির তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মিজানুর রহমান পশ্চিম মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়,

রোকসানা আক্তার বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকী রানী রায় চাংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাদী ফয়েজ আক্তার দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালেদা আক্তার দরিয়া হায়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,

মোসাঃ কাউছার বেগম দক্ষিণ আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারভীন আক্তার বরইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুস্তম আলী আশারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসিনা আক্তার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একেএম সফিউল্যাহ বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ ইকবাল করিম বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিতাই চন্দ্র চক্রবর্তী বরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল মান্নান বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,

ছালেমা আক্তার নলুয়া শিশু সদন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মমিনুল হক নাছিরপুর দেওয়ান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতœা পাল চক্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুবি রানী পাল রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহিদা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়,

ফরিদা পারভীন বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেসমিন আক্তার পশ্চিম আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোসনা রানী দে আটোমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মোখলেছুর রহমান উত্তর আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমাম মোঃ মিজানুর রহমান খিলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,

দেবানন্দ মজুমদার কেশোরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহবুবুর রহমান জুনাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল কাদের কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ার হোসেন খিলমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলোয়ার হোসেন মুন্সি কোমরকাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়,

কামরুল হায়দার মজুমদার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ নাছির উল্যাহ খিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাম মোস্তফা কহলথুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনিল চন্দ্র বাইন মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোখলেছুর রহমান সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,

মিজানুর রহমান মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অমর চন্দ্র দে আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ সেলিম হোসেন মজুমদার তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মহসিন সেঙ্গুয়া ভূইয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,

মোঃ মনির হোসেন আকিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বশির উল্যাহ ধনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ন চন্দ্র দাস সানন্দকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলিলুর রহমান ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ জামাল হোসেন নলুয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ রফিকুল ইসলাম বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়,

বিজন কুমার সরকার জলাতেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেলিনা আক্তার কৈটোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমেনা বেগম রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাগরিকা রানী প্রসন্নকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাদিজা বেগম মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ গোলাম মোস্তফা ভূইয়া বড়তুলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিবেদক- জিসাসন আহমেদ নান্নু

Leave a Reply