চাঁদপুর কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাতবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে (৯) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিলীহ ওই মেয়ের পিতা আব্দুল মালেক ন্যায় বিচার চেয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানার ওসি মোঃ ওয়ালী উল্লাহ অলি ঘটনাটি সুষ্ঠ তদন্তের জন্য সেকেন্ড অফিসার এসআই মোঃ তাজুল ইসলামকে দায়িত্ব প্রদান করলে তিনি বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে সার্বিক খোঁজখবর নেন। এ সময় ধর্ষণ চেষ্টাকারী অভিযুক্ত সাতবাড়িয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে স্বপন মিয়া পলাতক ছিলেন বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে ওই স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরে ফেরার সময় যুবক স্বপন তাকে কথা আছে বলে ইশারা দিয়ে কাছে নিয়ে শ্লীতাহানির চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে স্বপন মিয়া পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত স্বপনের বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের বিস্তারের অভিযোগ রয়েছে।
অভিযুক্ত স্বপন মিয়ার বাবা বাবুল মিয়া জানান, আব্দুল মালেকদের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ রয়েছে। এই কারনে আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক অভিযোগ করেছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur