চাঁদপুরের কচুয়ায় ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে সাখাওয়াত হোসেন (১৯) নামের এক বখাটে যুবককে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা আফরোজ এ রায় প্রদান করেন।
কচুয়া উপজেলার ৬৮নং উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের আবুল বাশারের ছেলে বখাটে সাখাওয়াত হোসেন স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময় উত্ত্যক্ত করে আসছিলো।
রোববার বিদ্যালয় ছুটি শেষে ওই গ্রামের মনির হোসেনের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যা বাড়ি ফেরার পথে বখাটে সাখাওয়াত হোসেন ওই ছাত্রীর হাত ধরে টানা হেছড়া শুরু করে। পরো স্থানীয়রা ছুটে এসে বখাটে সাখাওয়াতকে আটক করে পুলিশে দেয়।
জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম,২৭ নভেম্বর ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur