কচুয়া

কচুয়ায় ৩ মাসব্যাপি যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কচুয়ায় ‘আত্মকর্মী যুবশক্তি টেকসই উন্নয়নের মূলভিত্তি’ এ স্লোগানে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের আওতায় বুধবার (৬ সেপ্টেম্বর) বেকার যুবকযুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে যুব উন্নয়নের ৩ মাস ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

কচুয়া পৌরসভার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির ।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ফারুক হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মো. আলমগীর তালুকদার,সিনিয়র সাংবাদিক জিসান আহমেদ নান্নু,উপজেলা যুব উন্নয়নের সিনিয়র ক্রেডিট সুপারভাইজার মো.আইয়ুব আলী,মফিজুল ইসলাম ও মো. শাহজাহানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।

ওই দিন উপজেলার তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ৫শ’৫৭জন বেকার যুবক যুবতী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ 10: ০০ পিএম, ০৬ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ

Share