চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গত ৩ দিনে নিষিদ্ধ ১৫ ট্রাক্টর আটক করেছে থানা পুলিশ।
চাঁদপুর জেলাবাসীর দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার শামসুুন্নাহারের কঠোর নির্দেশে জেলার অন্যান্য উপজেলার ন্যায় কচুয়ায় এই অভিযান হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিগত কয়েক মাস ধরে কচুয়ার প্রায় প্রতিটি সড়কের এসব নিষিদ্ধ ট্রাক্টরগুলো বীরদর্পে ইট বালিসহ মালামাল নিয়ে চলাচল করতে দেখা গেছে। ফলে বিভিন্ন গ্রাম গঞ্জের পাকা ও কাঁচা সড়কগুলো ভেঙ্গে জন চলাচলে বিঘœতা দেখা দিয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন সড়কগুলোতে ট্রাক্টর আটকের বিষয়ে পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সামছুল হক চাঁদপুর টাইমসকে জানান, ট্রাক্টরে পিছনের অংশের চলাচল সরকার নিষিদ্ধ। তাই সড়কে অবাদে চলাচলের কারণে এই ট্রাক্টরগুলো আটক করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ