Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ১৪ মাসে প্রায় ২শ’কেজি গাঁজা উদ্ধার, প্রশংসায় ভাসছেন ওসি
গাঁজা
ওসি মো. মহিউদ্দিন

কচুয়ায় ১৪ মাসে প্রায় ২শ’কেজি গাঁজা উদ্ধার, প্রশংসায় ভাসছেন ওসি

চাঁদপুরের কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন যোগদানের পর থেকে মাদক উদ্ধারে একের পর এক চমক সৃষ্টি করেছেন। তন্মধ্যে শুধুমাত্র গাঁজা উদ্ধারে জেলার মধ্যে অন্যতম হিসেবে কচুয়া থানা পুলিশ বিশেষ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ১৪ মাসে পৃথক ভাবে প্রায় ২শ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি মো. মহিউদ্দিনের দিক নির্দেশনা ও পরামর্শে কচুয়া থানার এসআই ও এএসআইগন বিভিন্ন সময়ে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ করে চাঁদপুর-কুমিল্লা সড়কের জগতপুর এলাকায় যানবাহনে তল্লাসি চালিয়ে বেশির ভাগ গাঁজা জব্দ করেন। গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদক কারবারিদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম পিপিএম মহোদয়ের নির্দেশে আমরা মাদক উদ্ধারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। মাদক ব্যবসায়ী ও কারবারিদের সাথে পুলিশের কোনো আপস নেই। প্রতিটি এলাকায় খবর পাওয়া মাত্রই আমরা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছি। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৪ মার্চ ২০২২