দেশের বিভিন্ন এলাকার মাদক চাঁদাবাজিসহ ১৩ মামলার আসামীকে রোববার (৫ মার্চ) সকাল ৮টায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তার সাথে দস্তাদস্তি করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটকৃত ব্যক্তি কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের মুন্সি বাড়ির মৃত আঃ ওহাবের ছেলে কামরুল ওরফে কামরুজ্জামান (৩০)।
তার বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১ তারিখ ০৪-১২-২০০৮ইং সালের মাদক অপরাধে দুই বছর সশ্রম কারাদন্ড সাজা রয়েছে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ এ,কে,এস,এম ইকবাল সঙ্গিয় ফোর্স নিয়ে জটিকা অভিযান চালিয়ে কামরুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
অফিসার ইনচার্জ চাঁদপুর টাইমসকে জানান, ‘কামরুলকে গ্রেফতার করতে গেলে টানা-হেচড়ায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন- এ,এস,আই আতিক, কামরুল, মোবারক ও ওয়াজেদ আলী। আহতদের মধ্যে এ.এস.আই আতিককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের কবজিতে সাতটি সেলাই করা হয়েছে। কামরুলকে গ্রেফতার করার সময় তার সাথে আরো ৫/৬ জন যুবক ছিলো।’
অফিসার ইনচার্জ আরো জানান, কামরুলের বিরুদ্ধে কচুয়া থানা, চট্রগ্রামের পাহারতলী থানায় ও ঢাকার মিরপুর (ডি,এম,পি) থানা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ১০ এএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ