চাঁদপুরের কচুয়ায় ১০৯ সরকরি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিপ্তরের অর্থায়নে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় তিনি বলেন, উপ-মহাদেশের মধ্যে এ প্রথম আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। সারা দেশের মধ্যে আমাদের উপজেলায় সবচেয়ে বেশি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে উপ-বৃত্তি ও বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়ার নজির নেই। আমাদের সরকার তা সক্ষম করেছে।
১৯৮৯ইং সালে আমরা আন্দোলন করেছি দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন সরকারি বেতন ভাতা পায়। আমাদের এ আন্দোলনের ফলে আপনারা আজ সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন ভূইঁয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম প্রমুখ। পরে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ১’শ ০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।
জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার<
ডিএইচ