কচুয়া

কচুয়ায় ১শ’ ৭৫ স্থানে ঈদ জামায়াতের আয়োজন

আগামি ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ-উল-আযহা।

প্রিয়জনদের সাথে ঈদকে ভাগাভাগি করে নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ গ্রামের আসতে শুরু করেছে এবং কেউ কেউ কোরবানির গরু ক্রয়ের প্রক্রিয়া শেষ করেছে।

কচুয়া উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধান প্রধান স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন সূত্রে থেকে প্রাপ্ত ঈদের প্রধান প্রধান জামায়াতের কিছু ঈদগার তালিকা দেয়া হলো।

সাচার ইউনিয়ন: নয়াকান্দি বড় বাড়ী ঈদগাহ, জোয়ারীখলা শাহী ঈদগাহ মাঠ, জয়নগর হাজী বাড়ী ঈদগাহ মাঠ, শুয়ারুল মাদ্রাসা মাঠ প্রাঙ্গন, রাগদৈল আই.এম. উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, রাগদৈল শাহী ঈদগাহ মাঠ প্রাঙ্গন, আস সাফা জামে মসসিদ ঈদগাহ, কলাকোপা ভুইয়া বাড়ী ঈদগাহ, সাচার চৌধুরী দিঘীর পাড় ঈদগাহ, সাচার কান্দিপাড় ঈদগাহ, হাতিরবন্দ শাহী ঈদগাহ, নয়াকান্দি শাহী ঈদগাহ, সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, রাজারামপুর বাইতুন নুর জামে মসজিদ ঈদগাহ।

পাথৈর ইউনিয়ন: বারৈয়ারা ঈদগাহ মাঠ, আটোমোর ঈদগাহ মাঠ, গবরখোলা ঈদগাহ মাঠ, মালিগাঁও পূর্বপাড়া ঈদগাহ মাঠ, ফতেবাপুর মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠ, মালিগাঁও দক্ষিনপাড়া ঈদগাহ মাঠ, বড়দৈল পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ, বড়দৈল দৌলবাড়ী ঈদগাহ মাঠ, বড়দৈল প্রধানিয়া বাড়ী ঈদগাহ মাঠ, গুতপুর তালুকদার বাড়ী ঈদগাহ মাঠ, আতিশ্বও ঈদগাহ মাঠ, ভাটিচিনাইয়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ, পদুয়া ঈদগাহ মাঠ, পাথৈর ঈদগাহ মাঠ।

বিতারা ইউনিয়ন: তেগুরিয়া, চাংপুর, চাঁনপাড়া ঈদগাহ, বুধুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ, দূর্গাপুর ঈদগাহ, বাইছারা জাতীয় ঈদগাহ, বিতারা মধ্যপাড়া ঈদগাহ, খলাগাও ঈদগাহ, মাঝিগাছা উচ্চ বিদ্যালয় ঈদগাহ, শিলাস্থান ঈদগাহ, শাশনপাড়া ঈদগাহ।

সহদেবপুর (পূর্ব) ইউনিয়ন ঃ শাজুলিয়া দরবার শরীফ, ভূইয়ারা উচ্চ বিদ্যালয় ঈদগাহ, পালাগাল ঈদগাহ, আশারকোট ঈদগাহ, এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ, মেঘদাইর ফাজিল মাদ্রাসা ঈদগাহ, বক্সগঞ্জ বায়তুলনুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, দোয়াটি বায়তুলনুর জামে মসজিদ ঈদগাহ, আইনপুর ঈদগাহ, সফিবাদ পশ্চিম পাড়া ঈদগাহ।

সহদেবপুর (পশ্চিম) ইউনিয়ন: সহদেবপুর ঈদগাহ ময়দান, ফতেপুর মিয়াজী বাড়ী ঈদগাহ ময়দান, তুলপাই দারাশাহী ঈদগাহ ময়দান, প্রসন্নকাপ ঈদগাহ ময়দান, প্রসন্নকাপ মমিন মেম্বার বাড়ী ঈদগাহ ময়দান, কাদিরখিল মুন্সী বাড়ী ঈদগাহ ময়দান, সেঙ্গুয়া ঈদগাহ ময়দান, নন্দনপুর ঈদগাহ ময়দান, আলীয়ারা ঈদগাহ ময়দান।
কচুয়া (উঃ) ইউনিয়ন ঃ সিংআড্ডা পূর্বপাড়া স্কুল মসজিদের মাঠ, নোয়াগাঁও তালিমূল কোরআন নূরানী মাদ্রাসার সামনে মসজিদের মাঠ, বরুচর পশ্চিম পাড়া ওছমানিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার কমপ্লেক্স ঈদগাহ মাঠ, তেতৈয়া মধ্য পশ্চিম পাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠ, তেতৈয়া পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ, তেতৈয়া দঃ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, উজানী সিকদার বাড়ী জামে মসজিদ, উজানী জামে মসজিদ ঈদগাহ মাঠ, উজানী ইসলামিয়া ইব্রাহিমিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠ।

কচুয়া (দঃ) ইউনিয়ন: আব্দুল্লাহপুর মাদ্রাসা মাঠ, ঘাগড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠ, আকানিয়া দক্ষিন পাড়া পাঠান বাড়ী জামে মসজিদ মাঠ, আকানিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ও মসজিদ মাঠ, কোমরকাশা পশ্চিমপাড়া জামালিয়া কমপ্লেক্স, কোমরকাশা পূর্বপাড়া ফোরকানিয়া হামিদিয়া মাদ্রাসা মাঠ, হোসেনপুর মোমখোলা ঈদগাহ মাঠ, হোসেনপুর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ, তুলপাই শাহী ঈদগাহ মাঠ, বদরপুর সঃ প্রাঃ বিদ্যালয় মাঠ, বদরপুর মধ্যপাড়া বড় মসজিদ ঈদগাহ মাঠ, আন্দিরপাড় ঈদগাহ মাঠ।

কাদলা ইউনিয়ন: দোঘর চৌধুরী বাড়ি ঈদগাঁহ, দোঘর কেন্দ্রীয় ঈদগাঁহ, আয়মা তারাপাল্লা ঈদগাঁহ, শাসনখোলা ঈদগাঁহ স্কুল মাঠ, চৌমুহনী দারুস সুন্নাহ সিনিয়র আলীম মাদ্রাসা ঈদগাঁহ, দেবীপুর আহমদিয়া ঈদগাঁহ, গুলবাহার ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি ঈদগাঁহ, গুলবাহার আশেক আলী খান ঈদগাঁহ, মহদ্দির বাগ ঈদগাঁহ, মধ্য কাদলা ঈদগাঁহ, উত্তরপূর্ব কাদলা মিয়াজি বাড়ি ঈদগাঁহ, রঘুনাথপুর ফয়েজ আহম্মদ ঈদগাঁহ, দরবেশগঞ্জ ঈদগাঁহ, মধ্যমনপুরা ঈদগাঁহ, দক্ষিন পশ্চিম মনপুরা ঐতিহ্যবাহী ঈদগাঁহ, মনপুরা হাজী বলিমাহমুদ সরকার বাড়ী ঈদগাঁহ, কাপিলাবাড়ী আনোয়ারা নূরানী হাফিজি ও কাওমি মাদ্রাসা ঈদগাঁহ, নিশ্চিন্তপুর ঈদগাঁহ, চকমোহাম্মদপুর ঈদগাঁহ।

কড়ইয়া ইউনিয়ন: মনোহরপুর কেন্দ্রীয় ঈদগাহ, শ্রীরামপুর ঈদগাহ, বাসাবাড়ীয়া ঈদগাহ, নোয়াগাঁও ঈদগাহ, পূর্ব সাহেদাপুর ঈদগাহ, আকানিয়া নাছিরপুর ঈদগাহ, চাঁদপুর ঈদগাহ, দক্ষিন ডুমুরিয়া সঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ, উত্তর পূর্ব পাড়া মুকবুল আহম্মেদ ডাক্তার ঈদগাহ।

গোহট উত্তর ইউনিয়ন: নাউলা (দঃ) পাড়া বাইতুন নুওে জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, নূরপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দান, নূরপুর পূর্ব পাড়া ঈদগাহ ময়দান, আইনগিরী ঈদগাহ, খিলা পূর্ব পাড়া গাউছিয়া ছোবানিয়া হাফেজিয়া ঈদগাহ, বুরগী উত্তর পাড়া ঈদগাহ, খিলা পূর্ব পাড়া ঈদগাহ, নাউলা উত্তর পাড়া বাইতুন নুরে জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, সাতচাড়িয়া মদিনা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, বড় তুলাগাঁও পশ্চিম পাড়া গাউছিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, বড় তুলাগাঁও পূর্ব পাড়া সঃ প্রাঃ বিদ্যালয় ঈদগাহ, তালতলী ঈদগাহ, পালগিরী পশ্চিম পাড়া ঈদগাহ, পালগিরী ভ’ঁইয়া বাড়ী ঈদগাহ, পালগিরী উত্তর পাড়া বায়তুন নূর মসজিদ ঈদগাহ, পূর্ব পাড়া জামে মসজিদ ঈদগাহ, পালগিরী ঐতিহাসিক জামে মসজিদ ঈদগাহ, শানে মদিনা ঈদগাহ।

গোহট দক্ষিন ইউনিয়ন: নাউপুরা খানকা ঈদগাহ, শাহারপাড় ঈদগাহ, রাজাপুর সঃ প্রাঃ মাঠ, কেশুরকোট ঈদগাহ, সাকুড়া ঈদগাহ, চাপাতলি ঈদগাহ, লক্ষীপুর ঈদগাহ।

আশরাফপুর ইউনিয়ন: আশরাফপুর নুরানী ঈদগাহ, আশরাফপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ, আশরাফপুর তালুকদার বাড়ী ঈদগাহ, আশরাফপুর পশ্চিম পাড়া বায়তুল আমান জানে মসজিদ সংলগ্ন ঈদগাহ, আশরাফপুর চৌধুরী বাড়ী ঈদগাহ, আশরাফপুর পশ্চিম পাড়া বায়তুশ শরীফ ঈদগাহ, আশরাফপুর দেওয়ান বাড়ী ঈদগাহ, আশরাফপুর নতুন বাজার সংলগ্ন গাউছিয়া ছোবাহানীয়া ঈদগাহ, আশরাফপুর কেনতলী বাড়ী ঈদগাহ, আশরাফপুর গাজীর বাজার সংলগ্ন ঈদগাহ, আশরাফপুর পূর্বপাড়া ঈদগাহ, পিপলকরা ঈদগাহ, পিপলকরা পুরাতন পাটোয়ারী বাড়ী ঈদগাহ, বড় ভবানীপুর উত্তর পাড়া ঈদগাহ, সানন্দকরা জামে মসজিদ ঈদগাহ, খাজুরিয়া বাসষ্টান্ড জামে মসজিদ ঈদগাহ, জগতপুর পূর্ব পাড়া মিয়াজী বাড়ি জামে মসজিদ ঈদগাঁহ, জগতপুর পূর্ব পাড়া ঈদগাঁহ, জগতপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ঈদগাঁহ, চক্রা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাঁহ, জুনাশ্বর জামে মসজিদ ঈদগাঁহ, পনশাহী পূর্ব পাড়া জামে মসজিদ ঈদগাঁহ, পনশাহী ছোট মজুমদার বাড়ী ঈদগাঁহ, পনশাহী বড় বাড়ি ঈদগাঁহ, কালচোঁ মাদ্রাসা সংলগ্ন ঈদগাঁহ, কালচো মজুমদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁহ, মাসনিগাছা ফরিদ মেম্বার বাড়ি মসজিদ সংলগ্ন ঈদগাঁহ, রামপুর ঈদগাঁহ, মাসনিগাছা বাজার বাইতুন নূর জামে মসজিদ ঈদগাঁহ, মাসনিগাছা উত্তর চিশতিয়া জামে মসজিদ ঈদগাঁহ, মাসনিগাছা উত্তর পাড়া জামে মসজিদ ঈদগাঁহ, বড়পাড়া আউলিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁহ, বড় পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ ঈদগাঁহ।

কচুয়া পৌরসভা: কচুয়া বাজার কেন্দ্রীয় বড় মসজিদ, কচুয়া ঈদগা জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ, কোয়া জামে মসজিদ, কোয়া চাঁদপুর জামে মসজিদ, কড়ইয়া জামে মসজিদ, বালিয়াতলী জামে মসজিদ, দামালুয়া জামে মসজিদ, করইশ জামে মসজিদ।
এছাড়াও উপজেলার প্রায় প্রতিটি গ্রামে পবিত্র ঈদুল আযহার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আযহার জামায়াত ও কোরবানির কাজ শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের জন্য যাতে কোন অপ্রীতিকর ঘটনা নাঘটে সে লক্ষে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে।

: আপডেট, বাংলাদেশ সময় ৩:১০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
Share