Home / উপজেলা সংবাদ / কচুয়ায় হিফজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ
কচুয়ায় হিফজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

কচুয়ায় হিফজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

চাঁদপুরের কচুয়ায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজ প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে কচুয়া পুরাতন কোর্ট বিল্ডিং এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মো. হাসান মজুমদারের সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মাও. মোফাচ্ছেল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুনিয়াদী শিক্ষক সমিতি কচুয়া শাখার সাধারণ সম্পাদক মাও. আলী আক্কাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত বোবা শাহ (রঃ) মাজার মসজিদের খতিব মোঃ গোলাম সারোয়ার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাসনিগাছা বাজার জামে মসজিদের খতিব মাও. গোলাম কিবরিয়া।

অনুষ্ঠান শেষে ৯ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জিসান আহমেদ নান্নু

।।  আপডেট ১২:০৭ পিএম ০৩ নভেম্বব, ২০১৫ মঙ্গলবার

ডিএইচ