চাঁদপুর সদর

চাঁদপুর-লাকসাম রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। শনিবার(২২ সেপেটম্বর) দুপুর ১টা চাঁদপুর বড় স্টেশন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।

এই রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ দুই দিনের অভিযানের প্রথম দিনে প্রায় অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। লাকসাম চাঁদপুরের রেল ভারপ্রাপ্ত কানুগো মোঃ আবু সাঈদ পাটওয়ারী বলেন, ‘বিভাগীয়া ভূ-সম্পত্তি কর্মকর্তা কিসিঞ্জার চাকমার নির্দেশে চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। দুই দিনের উচ্ছেদ অভিযানের প্রথম দিনে প্রায় অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। বাকিগুলো ধারাবাহিকভাবে রেলওয়ের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

এ সময় রেলওয়ের পিডব্লিওটি কর্মকর্তা লেয়াকত হোসেন, ট্রাফিক ইন্সিপেক্টর টিআই আবু তাহের, জিআরপি থানার ওসি সরওয়ার উপস্থিত ছিলেন।

এদিকে রেলওয়ের উচ্ছেদ লোক দেখানো অভিযান বলে অনেকে মন্তব্য করেছে। বড়স্টেশন এলাকায় মাত্র কয়েকটি দোকান পাট উচ্ছেদ করেছে বাকিগুলো না করার কারনে জনমনে মিশ্র প্রতিক্রীয়া সৃস্টি হয়েছে। বড়স্টেশনের বেশ কয়েকজন দোকানি বলেন, ‘যে সব অবৈধ দোকানদারা টাকা দিয়েছে শুধু তাদের দোকান না ভেঙ্গে বাকিগুলো উচ্ছেদ করেছে।’

প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক

Share