কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মী সমর্থকরা আধিপাত্য বিস্তারে মিছিল শোডাউন করে। মিছিল শোডাউন সময়ে তারা বিবাদে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর ও মারধরের ঘটনা ঘটে।
আরও পড়ুন… কচুয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হামলা ও ভাঙচুর : আহত ২০
প্রতিপক্ষের হামলায় কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের অফিস ভাঙচুর,মারধর ও মোটরসাইকেল ভাযচুর হয়-এমনি অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম মঙ্গলবার কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
কচুয়া প্রতিনিধি, ২ আগস্ট ২০২২