কচুয়া

কচুয়ায় হামলায় আহত যুবলীগ নেতার পাশে নেতাকর্মীরা

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মোস্তফা কামাল প্রধানের পাশে নেতাকর্মীরা।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা মোস্তফা প্রধান আলীয়ারা বাজার থেকে নিজ বাড়ি নন্দনপুর আসার সময় একদল দুবৃর্ত্তরা পথ গতিরোধ করে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে সে গুরুতর আহত হয়।

তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। পরে তার চিকিৎসা ও সার্বিক বিষয়ে পাশে দাড়িঁয়েছেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ নেতাকর্মীরা।

তার ভাই নবীর হোসেন জানান, হামলায় আমার ভাই মোস্তফা কামালের পিঠে ও হাতে সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। ফলে তার শরীরের ব্যাপক রক্তক্ষকরণ হয়। বর্তমানে তার অবস্থা কিছুটা ভালো। আমি আমার ভাইয়ের সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চাই।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২ ফেব্রুয়রি ২০২১

Share