Home / উপজেলা সংবাদ / কচুয়ায় হত্যা চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার
হত্যা

কচুয়ায় হত্যা চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় হত্যা,চাঁদাবাজি,মাদক,ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২২ মে রোববার কচুয়া থানার এসআই মো. সুদীপ্ত শাহিন গোপন সংবাদের ভিত্তিতে তুলপাই ইউনিয়ন পরিষদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। মানিক মিয়া একই উপজেলার আলীয়ারা গ্রামের মৃত. মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ‘মানিক মিয়া প্রয়োজনীয় কাজে ইউনিয়ন পরিষদ আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।’

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত মানিক মিয়ার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি, ডেমরা,পল্টন,কোতয়ালী ও কচুয়া থানা সহ বিভিন্ন স্থানে ৯টি মামলা রয়েছে। এর মধ্যে কচুয়া থানার দুটি চাঁদাবাজি ও ধানমন্ডি থানায় দায়েরকৃত একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।’

কচুয়া প্রতিনিধি, ২২ মে ২০২২