স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কচুয়া উপজেলা শাখার আয়োজনে স্বাস্থ্য সহকারী টানা ৭ তম দিনের মতো এ কর্ম বিরতি পালন করছেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কচুয়া শাখার উপদেষ্টা গোলাম কিবরিয়া স্বপন,সভাপতি জহিরুল ইসলাম খন্দকার,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম,মহিলা সম্পাদিকা ইসরাত জাহানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, প্রশিক্ষন পূর্ববর্তী স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম,সহ-স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন, প্রশিক্ষন পরবর্তী টেকনিক্যাল পদমর্যাদা দাবি পূরন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি অব্যাহত থাকবে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur