করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন ৪র্থ দিনের মত দেশব্যাপী চলছে। কচুয়ায় স্বাস্থ্যবিধি না মেনে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে ও সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে কচুয়া উপজেলা প্রশাসন।
এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধের দোকান খোলার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে খুলছে শপিংমল, হোটেল-রেস্তোরা ও অন্যান্য দোকানপাট, দিব্বি চলছে ব্যবসা বাণিজ্য। অবাধে মাস্ক বিহীন চলাফেরা করছে সাধারণ মানুষ। একই ভাবে কচুয়ার সাচার,পালাখাল,রহিমানগর,জগতপুরসহ বড়বড় বাজার গুলোতে স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট চলছে।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,৮ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur