Home / উপজেলা সংবাদ / কচুয়ায় স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

কচুয়ায় স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুরের কচুয়ায় স্বামীর সাথে অভিমান করে শারমিন বেগম (২৮) নামের ২ সন্তানের জননী বিষপান করেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার নাউলা নতুন বাড়ীতে বিষপানের এ ঘটনা ঘটে। বিষপানের পর শুক্রবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শারমিন বেগম মারা যায়।
নিহত শারমীন সে ওই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।

গৃহবধূর পিতা উপজেলার তালতলি গ্রামের বাসিন্দা মো. শহিদ উল্যাহ জানান, প্রায় ১১ বছর পূর্বে তার মেয়েকে একই উপজেলার নাউলা গ্রামের শাহাবুদ্দিনের কাছে বিয়ে দেয়। বিয়ের পর তাদের গৃহে শ্রাবন্তী (৫) ও শিহাব (৩) নামের দু’টি সন্তান জন্ম নেয়। ঘটনার দিন তুচ্ছ বিষয়ে শাহাবুদ্দিন ও শারমিনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শাহাবুদ্দিন শারমিন বেগমকে চর-থাপ্পর দিলে এতে শারমিন অভিমান করে ঘরে থাকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শারমিন বেগম মারা যায়।

এদিকে শনিবার রাত ৮টায় এ সংবাদ লেখা পর্যন্ত গৃহবধু শারমিন বেগমের মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে একটি প্রভাবশালী মহল।

 ।। আপডেট ১১:৫৭ পিএম ৩১ অক্টোবর, ২০১৫ শনিবার

/ডিএইচ

জিসান আহমেদ নান্নু